Bengali Good Morning Quotes Images Free Download

Bengali good morning quotes images Free Download. Great collection of good morning quotes in bengali. Good morning bengali sms with images. Wish your nearest person with our good morning quotes.

Bengali Good Morning Quotes Images

bengali-good-morning-quotes-images
Bengali Good Morning Quotes Images Free Download

অন্ধকার রাত চলে গেছে,
নতুন সকাল সামনে আছে,
বন্ধু তুমি চোখ খুলো,
ডাকছে তোমায় সূর্যের আলো। 

শুভ সকাল।
bengali-good-morning-quotes-image
Bengali Good Morning Quotes Image

 পূর্ব আকাশে রবির আলো,বলছে এবার চোখ খুলো,
আধার কেটে জ্বলছে আলো,
সারাটা দিন কাটুক ভালো,
এমনি করে বলছি আমি হাতে রেখে হাত,
উঠে পড় বন্ধু তুমি হয়েছে সুপ্রভাত। 

Good Morning
bengali-good-morning-quotes-images
Bengali Good Morning Quotes Images Free Download

সকাল মানে ঘুম চোখে একটু জেগে উঠা,
😐সকাল মানে ভোরের আলোয় নতুন ফুল ফুটা,
সকাল মানে নতুন আশা বাড়িয়ে দেয় হাত,
আজ সকালে তোমায় জানাই সুপ্রভাত।

শুভ সকাল।
good-morning-quotes-image-in-bengali
Good Morning Quotes Image In Bengali

ঘুম ভাঙতেই ভোরের আলো,
কাটলো একটা রাত,
সকাল বেলা হাসি মুখে জানাই সুপ্রভাত। 

Good Morning
bengali-good-morning-quotes-images
Bengali Good Morning Quotes Images Free Download

খারাপ স্বপ্নগুলো যেমন আমাদের রাত জাগায়,
ঠিক তেমনি সকাল হলে নতুন স্বপ্নগুলো আমাদের বাঁচতে শেখায়।

শুভ সকাল।
good-morning-bengali-quotes
Good Morning Bengali Quotes

ঠান্ডা পানি নিয়ে আমি আসছি তোমার বাড়ি,
ঘুম থেকে না উঠলে ঢেলে দেব পানি,
আমার উপর রেগে তুমি হবে যখন লাল,
তখন আমি বলবো তোমায় শুভ সকাল। 

Good Morning
bengali-good-morning-quotes-images
Bengali Good Morning Quotes Images Free Download

সূর্য উঠার সময় হয়ে গেছে,
ফুল ফোটার সময় হয়ে গেছে,
ঘুম থেকে উঠো কারণ স্বপ্নগুলো,
সত্যি করার সময় হয়ে গেছে।

শুভ সকাল।
good-morning-bengali-quotes-image
Good Morning Bengali Quotes Image

সূর্য জেগে দিচ্ছে আলো,
দিনটা তোমার কাটুক ভালো,
পাখিরা জেগে গাইছে গান,
নতুন দিনের আহবান,
মাঝিরা জেগে তুলছে পাল,
তোমায় জানাই শুভ সকাল। 

Good Morning
bengali-good-morning-quotes-images
Bengali Good Morning Quotes Images Free Download

তোমার চোখকে জাগিয়ে দিয়েছি আমি,
সকালের দায়িত্ব নিভিয়ে দিয়েছি আমি,
এমন ভেবোনা যে আমি তোমাকে Disturb করছি,
আসলে ঘুম থেকে উঠেই তোমাকে অনেক Miss করছি।

শুভ সকাল।
bengali-quotes-image-of-good-morning
Bengali Quotes Image of Good Morning

মাথা ব্যথা জ্বর ঠান্ডা লাগা,
মন খারাপ ভালো লাগেনা বাতিক,
প্রচন্ড চাপ টেনশন ইত্যাদি কঠিন,
রোগের বাঙালির একমাত্র ওষুধ, চা। 

Good Morning.

Bengali Good Morning Images

bengali-good-morning-quotes-images
Bengali Good Morning Quotes Images Free Download

ভিড়ে নয়, নীড়ে থাকো,
সুস্থ, সবল, ভালো থাকো।

সুপ্রভাত।

সূর্য দিলো নতুন আলো,
বন্ধু তুমি থেকো ভালো,
আকাশ জুড়ে আলোর মেলা,
পাখি ডাকে সারা বেলা,
নয়তো দুপুর নয়তো বিকাল,
তোমায় জানাই শুভ সকাল। 

Good Morning.
bengali-good-morning-quotes-images
Bengali Good Morning Quotes Images Free Download

আলো আঁধারে এ কি মিলন মেলা,
পাখিরা সব করছে খেলা,
মিষ্টি শুরে সবাই বলছে,
শুভ হোক তোমার সারা বেলা। 

শুভ সকাল।

মিষ্টি সকল শান্ত মন ঘুমিয়ে ছিল এতক্ষন,
কষ্ট করে খুললাম আঁখি,
তুমি এখনো ঘুমাও নাকি,
তাড়াতাড়ি উঠে পর,
আমার ভালোবাসা গ্রহণ করো।

Good Morning.

How To Download The Image : Good Morning Quotes Image  মোবাইল ডাউনলোড করার জন্য যেই ফটোটা তুমি ডাউনলোড করতে চাও সেটাতে Long Press করে রাখো কিছু সময় পরে ডাউনলোড অপসন এসে যাবে। 

Image গুলোকে Pc/Laptop এ ডাউনলোড করার জন্য যেই Image ডাউনলোড করতে চাও সেটাকে সিলেক্ট করে মাউস এর রাইট ক্লিক করো ডাউনলোড অপসন এসে যাবে। 

bengali-good-morning-quotes-images
Bengali Good Morning Quotes Images Free Download

আশার আলো গায়ে মেখে,
শুরু করো আর একটা নতুন দিন। 

শুভ সকাল।

স্নিগ্ধ আলো আছড়ে পড়ে নদীর কিনারায়,
শুভ সকাল পাঠিয়ে দিলাম তোমার ঠিকানায়। 

Good Morning.
bengali-good-morning-quotes-images
Bengali Good Morning Quotes Images Free Download

প্রতিসকালে তোমাকে Sms করতে ভালো লাগে,
ঘুম থেকে তোমাকে জাগাতে ভালো লাগে,
প্রতিমুহূর্তে আপনার কথা চিন্তা করি,
প্রতিসকালে তোমাকে Good Morning বলতে ভালো লাগে। 

শুভ সকাল।

কিছু সুন্দর স্বপ্ন,
কিছু মিষ্টি অনুভূতি,
কিছু স্বপ্নিল স্মৃতি নিয়ে,
শুরু হোক তোমার প্রতিটা সকাল। 

Good Morning.
bengali-good-morning-quotes-images
Bengali Good Morning Quotes Images Free Download

রোদ উঠুক আর না উঠুক,
দিনটা ভালো কাটুক।

শুভ সকাল।

পূর্ব দিকে সূর্য মামা মিটি মিটি চায়,
ভোরের পাখি গান শুনিয়ে দিগন্ত মেলায়,
বাগিচার ওই ফুলগুলো সব মাথা তুলে দাঁড়ায়,
শিউলি ফুলের গন্ধে ভরা বাতাস বয়ে যায়।

Good Morning.

Good Morning Quotes Images In Bengali

bengali-good-morning-quotes
Bengali Good Morning Quotes

প্রতিমুহূর্তে আপনি নিরাপদে থাকুন,
আপনার সাথে কখনো খারাপ সময়ের দেখা না হোক,
আপনার জীবন সুখের হোক,
এইটুকুই ভগবানের কাছে প্রার্থনা করি। 

শুভ সকাল।

ভোরের আকাশ ডাকছে তোমায়,
ডাকছে ভোরের পাখি,
বলছে তোমায় জেগে উঠো,
খোলো দুটি আঁখি,
ফুলের বাগান বলছে তোমায় বাড়িয়ে দুটি হাত,
আমিও তাই বলছি তোমায় মিষ্টি সুপ্রভাত। 

Good Morning.
bengali-good-morning-quotes
Bengali Good Morning Quotes

হাসবে যত বাঁচবে তত।

শুভ সকাল।

ভোর হলো দোর খোলো,
বন্ধু তুমি উঠোরে,
ওই দেখো তোমার মোবাইলে,
এস এম এস টা এলোরে,
তুলো মোবাইল খুলো চোখ,
এস এম এস তা পড়ো রে,
এস এম এস টা বলছে তোমায়,
শুভ সকাল হলো রে। 

Good Morning.
bengali-good-morning-quotes
Bengali Good Morning Quotes

এ যেন এক সতেজতায় ভরা সকাল,
চারিদিকে ফুল এবং তাদের রঙ ছড়িয়ে ছিটিয়ে আছে, 
শুধু আপনার হাসির অপেক্ষা,
যা ছাড়া এই দিনটা অসম্পূর্ণ। 

শুভ সকাল।

মিষ্টি সকাল ঠান্ডা হাওয়া,
মেঘেরা করছে আসা যাওয়া,
মধুর সকাল স্নিগ্ধ আলো,
দিনটা তোমার কাটুক ভালো,
শুভ হোক আজকের এই দিন,
জানাই তোমাকে গুড মর্নিং। 

Good Morning.
bengali-good-morning-quotes
Bengali Good Morning Quotes

গরম গরম চায়ের সাথে,
তোমাকে জানাই শুভ সকাল,
ভালো থেকো তুমি চিরকাল।

শুভ সকাল।

নতুন দিন শুরু হলো,
মনটা আমার ভালো হলো,
সূর্য মামা উঁকি দিলো,
পাখিরা সব উড়ে গেলো,
মা আমাকে বকা দিল,
তাইতো আমার ঘুম ভাঙলো।

Good Morning.

গতিময় এই জীবনে বাঁচো প্রাণ ভরে,
হিংসা নয়, ঘৃণা নয়,
ভালোবাসা রেখো অন্তরে।

শুভ সকাল।

জীবন গণিতের মতো,
আনন্দ যোগ করে,
হতাশা বিয়োগ করে,
খুশি গুন করে,
দুঃখ ভাগ করে,
আর সুন্দর একটা সমীকরণ দিয়ে,
জীবনের মান প্রকাশ করো। 

Good Morning.

Bengali Good Morning Sms

bengali-good-morning-quotes
Bengali Good Morning Images

সময় আর মানুষের সম্পর্কটা গুরু শিষ্যের মতো,
সময় মানুষকে অনেক কিছু শেখায়,
আর মানুষ সময়ের কাছ থেকে অনেক কিছু শেখে।

শুভ সকাল।

রাত পেরিয়ে হল সোনালী একটা ভোর,
আর তোমার চোখে এখনো ঘুমের ঘোর,
উঠো উঠো চোখ খুলো তাকিয়ে দেখো তুমি,
এক গুচ্ছ ফুল নিয়ে আছি আমি।

Good Morning.
bengali-good-morning-quotes
Bengali Good Morning Images

কিছু সম্পর্ক ফোনে নয়,
মনে বেঁচে থাকে।

শুভ সকাল।

রাত গেলো ভোর হলো,
কারোর মন এলোমেলো,
কারোর মন খুব ভালো,
লাল সূর্য দেখা দিলো,
একটা কথা বলার ছিল,
দিনটা তোমার কাটুক ভালো।

Good Morning.
bengali-good-morning-quotes
Bengali Good Morning Images

 স্বপ্নের দুনিয়াকে জানাই Bye Bye,
সকাল হয়েছে চলো সবাই জেগে যাই,
সূর্যকে স্বাগত জানিয়ে প্রস্তুত হয়ে যাই,
এই  দিনটাকে সবাই খুশির সাথে কাটাই। 

শুভ সকাল।

আমি তোমার ভোরের পাখি,
বলছি এবার খোলো দুটি আঁখি,
রাতের তারা দূর আকাশে,
কোন সকালে মিলিয়ে গেছে,
চারিদিকে আলোর মেলা,
হয়েছে দেখো অনেক বেলা। 

Good Morning.
bengali-good-morning-image
Bengali Good Morning Image

কি অদ্ভুত আমাদের জীবন,
কখনো হাসির পূজারী,
😢কখনো কান্নার লুকোচুরি,
কখনো আবেগে ভরা এই মন,
আবার কখনো বিবেকের কাছে হেরে যায় এই জীবন।

শুভ সকাল।

সকাল হলো ঘুম ভাঙলো,
হঠাৎ দেখি শিশির পড়লো,
আরে এটা আবার কি হলো,
এস এম এস তা ভিজে গেলো,
তাড়াতাড়ি উঠে যাও,
এস এম এস তা রোদে দাও। 

Good Morning.
bengali-good-morning-image
Bengali Good Morning Image

হৃদয় দিয়ে তোমাকে জানাই সুপ্রভাত।

Good Morning Sms Image In Bengali

bengali-good-morning-image
Bengali Good Morning Image

ফুল ফুটুক বা না ফুটুক,
কোকিল ডাকুক বা না ডাকুক,
কেউ বলুক আর নাইবা বলুক,
আমি বলছি শুভ সকাল।

চোখ খুলে দেখো দিগন্ত তোমায় ডাকছে,
পাখিরা আপন সুরে গান গাইছে,
সূর্য মামা জানালা দিয়ে আলো দিচ্ছে,
আর মোবাইলটা হাতে নিয়ে দেখো,
কেউ তোমাকে গুড মর্নিং বলছে। 

bengali-good-morning-images
Bengali Good Morning Images

ফুল হয়ে যদি থাকো আমার বাগানে,
যত্ন করে রাখবো তোমায় আমার এই মনে,
ফুলদানিতে সাজিয়ে তোমায় রাখবো চিরকাল,
রোজ সকালে বলবো আমি তোমায় শুভ সকাল।

শুভ সকাল শান্ত মন,
বন্ধু তুমি আছো কেমন,
নতুন সকল স্নিগ্ধ আলো,
বন্ধু আমি আছি ভালো,
শুভ সকালে পাখিরা গাইছে গান,
বন্ধু তোমায় ছাড়া বাঁচেনা এই প্রাণ।

bengali-good-morning-images
Bengali Good Morning Images

যত্নে রেখো আমিটাকে,
কে আর তার খেয়ার রাখে।

সুপ্রভাত।

নতুন সকাল আসুক নিয়ে নতুন নতুন আশা,
চারিদিকে ছড়িয়ে পড়ুক সুখ আর ভালোবাসা।

Good Morning
bengali-good-morning-images
Bengali Good Morning Images

শুভ সকাল তোমার দিনটা ভালো কাটুক।

আলো সূর্যের হোক কিংবা আশার,
দুটোই জীবনের অন্ধকার মুছে ফেলে। 

good-morning-bengali-sms
Good Morning Bengali Sms

ভগবানের কাছে এই প্রার্থনা করি,
সবার দিনটা যেন ভালো কাটে।

শুভ সকাল।

জীবনের এলবামে আর একটা
দিন এসে যোগ দিলো। 

Good Morning.
good-morning-bengali-sms
Good Morning Bengali Sms

সূর্যের আলোয় শেষ হয়ে এলো রাত,
বন্ধু তোমায় জানাই সুপ্রভাত।

শুভ সকাল।

দুনিয়ায় কারোর উপর ভরসা করো না,
নিজের হাত এবং পায়ের উপর ভরসা করতে শেখ।

Good Morning
good-morning-bengali-sms
Good Morning Bengali Sms

হাসি যা সর্বদা আগামীকে সুন্দর করে।

শুভ সকাল।

সত্যিকারের জীবন প্রতিযোগিতার নয়,
সত্যিকারের জীবন সহযোগিতার। 

Good Morning.
good-morning-quotes-bengali
Good Morning Quotes Bengali

হার মেনে নেওয়াটা জীবন নয়,
লড়াই করে বেঁচে থাকার নাম জীবন।

সুপ্রভাত।

কি পেয়েছো কি পাওনি  হিসাব করে রেখো,
না পাওয়াকে স্থান দিয়োনা আনন্দতেই থেকো। 

Good Morning.

কেয়া পাতার নৌকা গড়ে সাজিয়ে দেব ফুলে,
তালদিঘিতে ভাসিয়ে দেব,চলবে দুলে দুলে। 

Good Morning.
good-morning-bengali-quotes-images
Good Morning Bengali Quotes Images

অন্তরে লুকিয়ে থাকা স্বপ্নগুলো হারিয়ে যেতে দিও না,
স্বপ্নের ছোট বীজ থেকেই সুন্দর আগামীর সৃষ্টি হয়।

শুভ সকাল।

নীড় ছোট ক্ষতি নেই আকাশ তো বড়।

সুপ্রভাত।

ভাগ্য তোমার হাতে নেই,
কিন্তু সিদ্ধান্ত তোমার হাতে,
ভাগ্য সিদ্ধান্ত  নেয় না,
কিন্তু তোমার সিদ্ধান্তই তোমাকে ভাগ্য এনে দিতে পারে। 

Good Morning.

Final Words

বন্ধুরা এই ছিল আমাদের এই Bengali Good Morning Quotes কালেকশন। আশা করছি তোমাদের অবশ্যই আমাদের এই Good Morning Quotes কালেকশন ভালো লেগেছে। Quotes এর সাথে আমরা কিছু ফটোও রেখেছি যেই ফটোটা তোমাদের পছন্দ সেটা তোমরা ডাউনলোড করে শেয়ার করতে পারো আর please আমাদের এই পোস্টটাকেও শেয়ার করে দিও। ফটোগুলো কিভাবে ডাউনলোড করবে উপরে লেখা আছে দেখে নিতে পারো। আর এইরকম ভালো ভালো quotes আর সায়ারি কালেকশন এর জন্য The Bengali Shayari র সাথে থাকো। 

Read More Bengali Shayari.

Leave a Comment